ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় ‘ইমানদার আইচ’ নামে একটি ভেজাল জুস ও চকলেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- খোরশেদ আলম ওরফে জিহান (৩১) ও মো. জাহাঙ্গীর আলম (৫২)।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল সোবহান রোড বিসমিল্লাহ কলোনির গলির মুখে শোয়েব মঞ্জিলে এ অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল পানীয়, আইস ললি, ভেজাল জুস তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বেঙ্গল প্রেস’কেকে বলেন, কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চালু করা হয়েছিল। প্রায় ছয় মাস ধরে চলছিল কারখানাটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, অভিযানে ইমানদার ফ্লেভার ড্রিংক নামের সাত হাজার ৯২০ পিস লিচি ড্রিংক, ‘ইমানদার আইস’ নামের এক হাজার দুইশ পিস অরেঞ্জ কালারের আইস ললি, এক হাজার চারশ পিস লিচি ড্রিংকের সাদা খালি বোতল, ইমানদার আইস ললি আইসপপ নামের আট হাজার পিস লেভেল, একটি মিক্সার মেশিন, একটি হিটার মেশিন, তিনটি কাপ সিলার মেশিন, দুটি ফয়েল সিলার মেশিন ও একটি মেয়াদোত্তীর্ণ সিল জব্দ করা হয়।
ইকবাল হোসেন/এমআরএম/এএসএম