বিনোদন ডেস্ক :
বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।
এবারের আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ২০১৪ সালে মুক্তি পাওয়া ফরাসি ছবি ‘দি অ্যারিস ফ্যামিলি’র ইংরেজি ভাষার রিমেক ‘কোডা’। একই সঙ্গে এ বছর সেরা অনূদিত (অ্যাডাপটেড) চিত্রনাট্যের পুরস্কারও পেয়েছে ছবিটি।
একটি বধির পরিবারের একমাত্র শ্রবণশক্তি থাকা কিশোরী রুবিকে কেন্দ্র করে রচিত হয়েছে সিনেমাটির গল্প।
এবারের অস্কারে সেরা ছবির মনোনয়নে আরও ছিলো বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।
এমপি/জিকেএস