ডেস্ক রিপোর্ট :
রাজধানীর মোহাম্মদপুরের ‘কবির বাহিনী’র প্রধান ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেনসহ তার একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বেঙ্গল প্রেস’কেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের কবির বাহিনীর মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন ওরফে জলদস্যু কবির ওরফে দস্যু কবির ওরফে গাংচীল কবিরসহ তার একাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ও দেশিয় অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়।
এ বিষয়ে আগামীকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
টিটি/এমএইচআর