ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের পাশের একটি বাউন্ডারি দেওয়াল ধসে আহত ৮৫ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার (৯ এপ্রিল) সকালে তিনি মারা যান। বিষয়টি বেঙ্গল প্রেস’কেকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
তিনি বলেন, আগ্রাবাদে নির্মাণাধীন ভবনের পাশের একটি বাউন্ডারি দেওয়াল ধসে আহত আনোয়ারা বেগম মারা গেছেন। সাতদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার সকালে তিনি মারা গেছেন।
গত ২ এপ্রিল শনিবার বেলা সোয়া ১২টায় নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকার সৈয়দ মৌলভী মোহাম্মদ আবদুল নুর শাহ ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে শিশুসহ পাঁচজন আহত হন। বাকি চারজন হলেন- জাবেদ (১২), রমজান (৬০), হোসনে আরা (৫০) ও নারগিস (৩৫)। তাদের সবাইকে ওই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওইদিন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বেঙ্গল প্রেস’কেকে জানিয়েছিলেন, পাশে একটি ভবন নির্মাণের জন্য ফাইলিংয়ের মাটি উঠিয়ে রাখা হয়েছে। ওই মাটির চাপে দুই বাড়ির মধ্যখানের বাউন্ডারি দেওয়ালটি ধসে পড়ে গেছে। দেওয়ালটি ৫-৬ ফুট উচ্চতার হবে। দেওয়ালটির পাশ দিয়ে আশেপাশের বাড়ির লোকজন চলাফেরা করে। দেওয়াল ধসে একজন বৃদ্ধাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন/এমএএইচ/