ডেস্ক রিপোর্ট :
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে দিনভর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী-ব্যবসায়ীসহ অন্তত ৫০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষে আহত কয়েকজন শিক্ষার্থীকে রাজধানীর আরও কয়েকটি হাসতাপালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, মাথায় জখম নিয়ে এসেছেন ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কানন চৌধুরী।
বেঙ্গল প্রেস’কেকে কানন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে যখন ব্যবসায়ী-শ্রমিকরা শিক্ষার্থীদের ধাওয়া করে, তখন আমি নূরজাহান মার্কেটে আশ্রয় নেই। কিন্তু আমাকে ব্যবসায়ীরা ঘেরাও করে ফেলে। পরে তারা আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
আহত কাননের সঙ্গে নর্থ হলে একই বিছানায় থাকেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান হৃদয়। বেঙ্গল প্রেস’কেকে তিনি বলেন, আমরা একই বিছানায় থাকি। ওদের তিনজনকে একসঙ্গে ঘেরাও করে নূরজাহান মার্কেটের ছাদে নিয়ে যান ব্যবসায়ীরা। সেখানে তিনজনকে এলোপাতাড়ি কোপান তারা।
কাননের মাথায় অন্তত ৮০টি সেলাই করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কাননের মাথায় অন্তত ৮টি কোপ লেগেছে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে অন্তত ৮০টি সেলাই করা হয় মাথায়। পরে তাকে নিউরো সায়েন্সে নিলে তারা সিটিস্ক্যান করেন।
ঢামেকের জরুরি বিভাগ থেকে জানায়, কাননের মাথায় ব্রেনে খুব জোরে আঘাত লাগেনি। ওপরের অংশটা ব্যাপক জখম হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয়।
ঢাকা মেডিকেলের নিউরো সায়েন্স বিভাগের এক কর্মী জানান, এ পর্যন্ত মোট ৩৮ জন মাথায় আঘাত নিয়ে চিকিৎসা নিতে এসেছেন এখানে। তবে কতজন শিক্ষার্থী ও ব্যবসায়ী তা বলতে পারছি না।
এ ব্যাপারে জানতে চাইলে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বেঙ্গল প্রেস’কেকে জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫০ জন আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত তিনজন ভর্তি আছেন, তারা সবাই শিক্ষার্থী। তাদের মধ্যে দুইজন আইসিইউতে আছেন।
এমআইএস/টিটি/আরএসএম/এএএম/আল সাদী ভূঁইয়া/নাহিদ হাসান/কেএসআর/এমএস