বিনোদন ডেস্ক :
ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটিক ড্রামা ‘দ্য পারফিউম কিলার’। এম আই মনিরের পরিচালনায় এতে প্রধান চরিত্রে ও নামভূমিকায় অভিনয় করেছেন মেহেদী হাসান। বিশেষ ভূমিকায় আছেন অভিনেত্রী স্বাগতা ও সোহেল খান।
এতে আরও অভিনয় করেছেন মঞ্জুর হুমায়ুন, আতিকা, নূর এ কাঞ্চন, আরিফ শাকিল, সাইফুল ইসলাম, পুলক প্রমুখ। চিত্রগ্রহণে শরীফ রানা। প্রযোজক তাসলিনা হাসান ও নির্মাতা সংস্থা দ্য কিং ফিল্মস।
অ্যাকশন ধাচের গল্পটি মূলত একটি পারফিউম নিয়ে। এর ট্রেলার এবং পোস্টার এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। ঈদ উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘দ্য পারফিউম কিলার’ প্রচারিত হবে।
মেহেদী হাসান এর আগে ‘গুড বাই মাই লাভ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরে আর কাজ করা হয়নি। এ ছাড়া মঞ্চ ও টেলিভিশনে কাজ করেছেন।
মেহেদী হাসান বেঙ্গল প্রেস’কেকে বলেন, ‘দ্য পারফিউম কিলারের গল্পটি অসাধারণ। এটি সিনেমাটিক ড্রামা হিসেবেই আসছে, যা আমাদের দেশের একটি নতুন ধারা। নাটকে সিনেমার এক্সিকিউশন দেখানো হয়েছে।’
এসইউ/এএসএম