ডেস্ক রিপোর্ট :
ঢাকার রাস্তায় নিত্যসঙ্গী যানজট। তবে রমজানে যেন তা আরও বেড়েছে। বিশেষ করে ইফতারের আগে বিকেলে যেন যানবাহন চলতেই চায় না। ঘণ্টার পর ঘণ্টা লেগে যায় গন্তব্যে পৌঁছাতে।
তবে ইফতারির ঠিক আগ মুহূর্ত সড়কে যানবাহনের চাপ কমে। উপস্থিতি বাড়ে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ইফতারির আয়োজনে। এরপর ইফতার শেষে মাগরিবের নামাজের পর আবারও চাপ বাড়তে থাকে রাস্তায়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র।
বেসরকারি একটি অফিসে চাকরি করেন সরোয়ার, তার সঙ্গে কথা হয় বেঙ্গল প্রেস’কেের।
তিনি জানান, আমার অফিস মতিঝিলে, বাসা ধানমন্ডিতে। প্রতিদিন অফিস শেষে বিকেল ৫টায় বের হই। ওই সময় রাস্তায় প্রচুর জ্যাম থাকে। বাসায় পৌঁছাই ইফতারের ঠিক কিছুক্ষণ আগে। কখনো মনে হয় পৌঁছাতে পারবো না ইফতারের আগে। তবে আগ মুহূর্তে চাপ কিছুটা কমে রাস্তায়।
ঢাকার নিউমার্কেটে শপিং শেষে বিকেল পৌনে ৬টার দিকে বাসায় ফিরছিলেন নাইমা। তিনি বেঙ্গল প্রেস’কেকে বলেন, শপিং শেষ করতে দেরি হয়ে গেছে। তবে রাস্তা কিছুটা ফাঁকা। বাসা মোহাম্মদপুর। আশা করি ইফতারির আগে পৌঁছাতে পারবো।
এএএম/জেডএইচ/জেআইএম