ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সামনে অবস্থিত ক্রিকেট মাঠে খেলা চলাকালীন সময়ে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ব্যাটসম্যানকে বায়োটেকনোলজি বিভাগের উইকেট কিপার মাঠের ভেতরে গালিগালাজ ও কুটুক্তি করলে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এসময় উভয়পক্ষের সমর্থকরা মাঠের ভিতর তেড়ে আসলে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় প্রায় একঘন্টা খেলা বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় খেলা পুনরায় শুরু হয়। পরে আলোক স্বল্পতার কারণে খেলার বাকি অংশ পরদিন গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলা শেষে ফেরার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পুকুর পাড়ে ছাত্রলীগ নেতা সোহাগের মধ্যস্থতায় ভূমি ব্যবস্থাপনার মামুন এবং বায়োটেকনোলজি শিহাবকে নিজেদের সমস্যা মিটিয়ে নিয়ে মিউচুয়াল করার জন্য পাঠালে তাদের মধ্যে আবার হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় শিহাব আহত হলে তাকে মেডিক্যালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ পূর্বের ক্ষোভ থেকে শিহাবকে আক্রমন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনার মামুন শক্ত কোনো বস্তু ব্যবহার করে তাদের সহপাঠীকে রক্তাক্ত করেছে।
এবিষয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা পাল্টা অভিযোগ করে বলেন, শিহাবের উস্কানিমূলক কথাবার্তার কারণে এ ঘটনা ঘটেছে। এর আগে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকরা স্টাম্প হাতে নিয়ে সরাসরি সংঘর্ষকে উসকে দিয়েছে।
পরে শিহাব আক্রান্ত হওয়ার ঘটনায় রাত ৮ টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত কর্মসূচি সাময়িক স্থগিত করে তারা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, খেলা কেন্দ্রীক সহিংসতা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার সকাল ১১ টায় আমাদের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে উভয়পক্ষের সাথে বসবে।