ইবি প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আয়োজনে আন্তঃহল কেন্দ্রীক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে ও আবাসিক শিক্ষক ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সঞ্চালনায় হলের অভ্যন্তরে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থী সহ হলের অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষকবৃন্দ ও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে হাঁড়িভাঙ্গা, চকলেট দৌড়, সূচে সুতা পড়ানো ইত্যাদি বিভিন্ন ইনডোর গেমসের প্রতিযোগীতা হয়। প্রতিযোগীতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর হয়।