ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে প্রথম ব্যাচের বিদায়ী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ক্যাফেটেরিয়ায় ইফতারের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে মিকাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী হোসাইন মজুমদার, মাহমুদা মাহী এবং উলফাত আরা তুলি প্রমুখ।
ইফতার মাহফিলে মার্কেটিং বিভাগের প্রথম ও তৃতীয় ব্যাচের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।