ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় ক্যাম্পাসের ২০ টি আর্থিক ভাবে অসচ্ছল পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, মসলাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করার জন্য মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নিজেদের মাঝে চাঁদা তুলে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।
এবিষয় শিক্ষার্থীরা বলেন, ইদে প্রয়োজনীয় জিনিষগুলো কিনতে কিনতেই অনেকের টাকা শেষ হয়ে যায়। তাই পছন্দের খাবার গুলো কিনে খেতে পারেনা অনেকে। আমরা চেষ্টা করছি ইদে অর্থিকভাবে অসচ্ছল মানুষদের সেসব খাবারগুলো পৌঁছে দিতে। কারন পোশাক বা অনান্য বিষয়ে সবাই সাহায্য পেলেও এসব ছোটখাটো দিকগুলোই অনেকসময় পূরণ হয়না। আমরা সেই যায়গাটা পূরণ করে সবাই ইদের খুশি ভাগাভাগি করে নিতে চেয়েছি।