ডেস্ক রিপোর্ট :
ঈদযাত্রায় সড়ক ও নৌপরিবহনে ভাড়ানৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সোমবার (২৫ এপ্রিল) সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে সই করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এম এস সিদ্দিকী, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আব্দুল হামিদ শরীফ, অধ্যাপক হাসিনা বেগম ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
তারা বলেন, এ বছর ঈদুল ফিতর উদযাপনে ৮০ থেকে ৯০ লাখ মানুষ রাজধানী ঢাকা থেকে ঘরমুখী যাত্রা করবে, যা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি। মাত্র পাঁচদিনে এতসংখ্যক যাত্রী সুষ্ঠুভাবে পরিবহনের মতো যানবাহন আমাদের নেই। ফলে অন্যান্যবারের চেয়ে এবার যানবাহনের সংকট ও নৈরাজ্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এছাড়াও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের বিভিন্ন স্থানে অতি ধীরগতিতে সংস্কার ও সড়ক প্রশস্তকরণ কাজের কারণে তীব্র যানজট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের অন্যান্য সড়ক-মহাসড়কেও বেহাল দশা রয়েছে। ফলে ঈদযাত্রায় মানুষ চরম ভোগান্তিতে পড়বে।
তারা আরও বলেন, এই নাজুক অবস্থায় সড়কে ও নৌপথের ঘাটে ঘাটে চাঁদাবাজির কারণে ভাড়ানৈরাজ্য সৃষ্টি হবে, যা ঈদযাত্রাকে অসহনীয় করে তুলবে। ইতোমধ্যেই ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। অতীত অভিজ্ঞতায় দেখা যায়, শুধু ঈদ মৌসুমেই কয়েক হাজার কোটি টাকার রাজনৈতিক চাঁদাবাজি হয়। দুর্ভাগ্যজনক যে, এসব চাঁদাবাজির সঙ্গে অনেক পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকে। মূলত চাঁদাবাজির কারণেই সড়কে ও নৌপরিবহনের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে এবং সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
নেতৃবৃন্দ বলেন, চাঁদার বিনিময়ে নদীতে ট্রলার ও ডিঙ্গি নৌকায় যাত্রী পারাপার, সড়কে পিকআপভ্যান ও ছোট ছোট ট্রাকে যাত্রীবহন, মহাসড়কে অননুমোদিত যানবাহন চালানোর সুযোগ দেওয়াসহ বিভিন্ন কারণে ঈদযাত্রায় দুর্ঘটনা বৃদ্ধি পায়। হতাহত হয় বহু মানুষ। সে জন্য এবারের ঈদযাত্রার শুরুতেই চাঁদাবাজি বন্ধ করে যানবাহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারি করতে হবে। এ ব্যবস্থা ঈদের ফিরতি যাত্রা পর্যন্ত অব্যাহত রাখতে হবে। তা না হলে এবার পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতির আশঙ্কা রয়েছে।
অতীত অভিজ্ঞতায় দেখা যায়, ঈদযাত্রার শুরুতে সড়ক ও নৌপরিবহন পরিচালনা কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ভাড়ানৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ঈদযাত্রার শুরুতেই সবকিছু ভেঙে পড়েছে। ফলে মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু এবার যেন পূর্বের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য রোড সেফটি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এফএইচ/বিএ/এমএস