ডেস্ক রিপোর্ট :
এখনো দেশের নদ-নদীর সঠিক সংখ্যা বের করা যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সোমবার (১৩ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
বাংলাদেশের নদ-নদীর সংখ্যার ভিন্ন ভিন্ন তথ্য আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনো নদ-নদীর সঠিক সংখ্যা বের করতে পারিনি। তবে অফিসিয়ালি আমরা বলি বাংলাদেশে ৪০৫টি নদী প্রবাহিত হয়ে থাকে।
তিনি বলেন, বাংলাদেশ নদীপ্রধান দেশ। এখানে নদীভাঙন পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে না। তবে সহনীয় পর্যায়ে রাখতে হবে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
আরএমএম/এমএইচআর/এএসএম