বিনোদন ডেস্ক :
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকার একটি মাদরাসার প্রায় ১৫০ এতিম শিশুর সঙ্গে বসে প্রথম সেহরি খেয়েছেন।
হঠাৎ অপূর্বকে পেয়ে অনেকটা চমকে ওঠেন এতিমখানার শিক্ষকরা। তারা খুবই আন্তরিকতা দেখান। পাশাপাশি এতিম শিশুরাও অপূর্বকে পেয়ে বিস্মিত হয়। পরে তাদের সঙ্গে বসে প্রথম রমজানের সেহরি খান অপূর্ব।
সেহরির আগে অপূর্ব বিমানবন্দর এলাকায় ঘুরে নিজ হাতে ছিন্নমূল মানুষদের সেহরি বিতরণ করেন।
জানা যায়, শনিবার মধ্যরাতে অপূর্ব নিজ উদ্যোগে এতিম ও ছিন্নমূল মানুষের সঙ্গে প্রথম রমজানে সেহরির সময় কাটিয়েছেন। পরে বিমানবন্দর সংলগ্ন রেলস্টেশন ঘুরে ঘুরে রাস্তায় পাশে শুয়ে থাকা চালচুলাহীন মানুষের হাতে হাতে খাবার তুলে দেন।
অপূর্বর খাবার বিতরণের এমন কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষ প্রশংসা ও শুভ কামনায় ভাসছেন এই অভিনেতা।
এমআই/এএসএম