ডেস্ক রিপোর্ট :
ব্যবহৃত ওজনযন্ত্রে ওজনে ২০০ গ্রাম কম দেওয়ায় মেসার্স মদিনা স্টিল করপোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ব্যবহৃত ওজনযন্ত্রের ওজনে আগে থেকেই ২০০ গ্রাম কমিয়ে রাখায় রিং রোডের ১৬/সি-১তে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিচালিত হয়।
এনএইচ/একেআর/এএসএম