ডেস্ক রিপোর্ট :
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এই ঘটনা ঘটে।
ফাউন্ডেশনের অভিযোগ, খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি বানচাল করতেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অনুসারী। এ সময় তারা অন্তত ৫০ বস্তা খাবার লুট করে নিয়েছেন। খাবার না পেয়ে ফিরে গেছেন হতদরিদ্র লোকজন।
পবিত্র রমজান উপলক্ষে গত ২৬ মার্চ থেকে পুরান ঢাকার ৩০টি ওয়ার্ডে ৬ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণে এই কর্মসূচি শুরু করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এরই মধ্যে ১৫টি ওয়ার্ডে প্রায় তিন হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় পুরান ঢাকার বেচারাম দেউরি ও বিকেল সাড়ে ৪টায় নাজিমউদ্দিন রোডে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের কর্মীরা জানান, নাজিমউদ্দিন রোডে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিকেল ৫টার দিকে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের অনুসারী মো. আরিফ হোসেন, মো. সাদী, মো. রিহাদ, রেজাউল করিম দিপু। এতে সংগঠনের স্বেচ্ছাসেবক তোফাজ্জল হোসেন জয়, রায়হান আলম, তামজিদ হোসেন আরিয়ান আহত হন। এর মধ্যে তোফাজ্জলের মাথা ফেটে যায়। তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হান ও তামজিদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে ওই ঘটনার সঙ্গে নিজের লোকদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, মহল্লার প্রকৃত গরিব মানুষদের খাদ্যসহায়তা না দিয়ে নিজেদের পছন্দের লোকজনের তালিকা করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। খবর পেয়ে বঞ্চিত লোকজন খাবার ছিনিয়ে নিয়েছে। আমি বা আমার লোকজনের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে। আমাকে জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হলে এমন হতো না।
এদিকে ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু বেঙ্গল প্রেস’কেকে বলেন, তারা সারাবছর বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ নানা সামাজিক কর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় রমজানে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এমএমএ/এমএইচআর/জেআইএম