ডেস্ক রিপোর্ট :
রাজধানীর খিলক্ষেতে কুর্মিটোলা স্কুলের পেছনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোলাম মোস্তফা (২০) ও মিন্টু বর্মন (৪০)।
খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মো. শামীমুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে নিহতদের স্বজনের কাছে খবর দেওয়া হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কাজী আলামিন/এমপি