ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আবাসন ব্যবসায়ী মুহিব খান (৬০) ও তার স্ত্রী দিলশাদ বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুহিব খান পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
পুলিশ জানিয়েছে, মুহিব খান আবাসন ব্যবসা করতেন। তার স্ত্রীও প্রতিষ্ঠানের পরিচালক। প্লট বা ফ্ল্যাট নির্মাণের জন্য ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ১২ কোটি টাকা ঋণ নিয়ে পরবর্তীতে ঋণের টাকা পরিশোধ করেননি। পরে ঋণ নেওয়ার সময় জমা নেওয়া চেকের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। আদালত দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
নগরীর আকবর শাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, আবাসন ব্যবসায়ী মুহিব খান ও তার স্ত্রী দিলশাদ বেগম দণ্ডপ্রাপ্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তারা আকবরশাহ এলাকায় বসবাস করলেও বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ইকবাল হোসেন/এমএইচআর