ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শরীফ (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ তারা গেইট সংলগ্ন একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বশর বিষয়টি বেঙ্গল প্রেস’কেকে নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বেঙ্গল প্রেস’কেকে জানান, ছুরিকাহত যুবক কাজ শেষ করে বাসায় ফেরার পথে তারা গেইট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহোবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
ইকবাল হোসেন/এমএএইচ/