ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ওই বাসার ভাড়াটিয়া আলমগীর হোসেন পলাতক রয়েছেন।
রোববার (১৩ মার্চ) দিবাগত রাতে হালিশহর থানার আলী শাহ মাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হালিশহর থানায় মামলা করেছেন।
বেঙ্গল প্রেস’কেকে এ তথ্য নিশ্চিত করেছেন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন।
এ বিষয়ে হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোমিন বেঙ্গল প্রেস’কেকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। ওই বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন অটোরিকশাচালক আলমগীর হোসেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। বাসায় স্ত্রী না থাকার সুযোগে আলমগীর ওই কিশোরীকে নিয়ে ধর্ষণ করে হত্যা করতে পারে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
হলিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, নিহত কিশোরী প্রাইভেট পড়ে এসে বাসায় ছিল। সন্ধ্যার পর তাকে খুঁজে না পেয়ে তার বাবা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেন। পরে পাশের একটি তালাবন্ধ বাসায় থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএডি/এমএস