ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বালুর টাল এলাকায় নালায় পড়ে যাওয়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স ৫০ বছরের বেশি হবে বলেও জানান তিনি। বাহার উদ্দিন আরও জানান, শুক্রবার সকাল পৌনে দশটার দিকে স্থানীয়রা বালুর টাল এলাকার নালায় ওই নারীকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইকবাল হোসেন/কেএসআর/এমএস