ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকা থেকে ১২ মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে মঙ্গলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় মঙ্গলের কাছ থেকে ১১শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলী রোড এনায়েত বাজার এলাকার মৃত মো. সামশুল আলমের ছেলে।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বেঙ্গল প্রেস’কেকে বলেন, রফিকুল ইসলাম মঙ্গল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে মাদক, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতিসহ ১১টি মামলা বিচারাধীন।
মঙ্গল দীর্ঘদিন থেকে বিভিন্ন উৎস থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে গোয়ালপাড়া এলাকায় খুচরা বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
ইকবাল হোসেন/এমআরএম/এএসএম