ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে জাহাজ থেকে পড়ে আমিন উল্লাহ (৫৫) নামের এক শিপিং কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন উল্লাহ ফেনীর দাগনভূঞা থানার কামাল পুকুরিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বার্ড শিপিংয়ের কর্মচারী এবং বন্দর থানাধীন ৩নং ফকিরহাট এলাকার বড় বাড়িতে বসবাস করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, জাহাজে কাজ করার সময় অসতর্কতাবশত আমিন উল্লাহ নিচে পড়ে যান। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে মর্গে রয়েছে। বন্দর থানাকে এ বিষয়ে খবর দেওয়া হয়েছে।
বন্দর থানার এস আই মো. নোমান সন্ধ্যা সাড়ে ৭টায় বেঙ্গল প্রেস’কেকে জানান, আমরা এইমাত্র খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি।
ইকবাল হোসেন/কেএসআর/এএসএম