ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩২তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান ডা. মো. ইব্রাহিম। তার স্মরণে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে।
করোনা মহামারি বিবেচনায় সংক্ষিপ্ত কর্মসূচিতে এবার তার মত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বনানীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান।
এরপর দুপুর ২টায় ইব্রাহিম স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন মেডিকেল স্কুলের অধ্যাপক ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের বিশেষ উপদেষ্টা অধ্যাপক জেনেট গ্রান্ট। তিনি অধ্যাপক ইব্রাহিমকে একজন সমাজ সংস্কারক ও মানবতাবাদী উল্লেখ করে বলেন, ডা. ইব্রাহিম চিকিৎসাব্যবস্থার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছেন।
অধ্যাপক গ্রান্ট বাংলাদেশে ডায়াবেটিস স্বাস্থ্যসেবায় সিসিডি কোর্সের অবদান ছাড়াও এই কোর্সের বিভিন্ন দিক তুলে ধরেন।
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক রশিদ-ই মাহবুব, সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য রফিকুল ইসলাম খান, বারডেমের মহাপরিচালক অধ্যাপক কে আই কাইয়ুম চৌধুরী, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক এমএ রশীদ, বিআইএসএসের মহাপরিচালক অধ্যাপক এম ফজলুর রহমানসহ প্রায় ১৩০ জন চিকিৎসক-গবেষক-কর্মকর্তা অংশ নেন।
এমইউ/ইউএইচ/এআরএ/জেআইএম