বিনোদন ডেস্ক :
শীত এলেই বিভিন্ন মাঠে গড়ায় ক্রিকেটের নানা টুর্নামেন্ট। ব্যাট বল হাতে জমে উঠে বিভিন্ন এলাকার অলি গলি ও মাঠগুলো। শীতকে ঘিরে চলছে ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট। প্রতিবারের মতো এবারও ‘এস.এস.সি ২০০০’ ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
এর একটি দল ‘টীম ব্যাকবেঞ্চার্স’। তাদের জার্সি উন্মোচন হতে যাচ্ছে আজ ৫ জানুয়ারি।
প্রতিবারের মত এবারও কিংবদন্তী ক্রিকেট কার্নিভালে টীম ব্যাকবেঞ্চার্স অংশগ্রহন করছে। এই ক্রিকেট উৎসব উদযাপনের জন্য টীম ব্যাকবেঞ্চার্স জার্সি উন্মোচন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
আগামী ৫ জানুয়ারি বুধবার বিকেল ৬টায় বারিধারার ইনট্রাকো কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম। আরও উপস্থিত থাকবেন নানা অঙ্গনের তারকারা।
টীম ব্যাকবেঞ্চার্স এস.এস.সি. ২০০০ ব্যাচ ভিত্তিক বন্ধুদের একটি ক্রিকেট দল। আগামী ৭ জানুয়ারী, শুক্রবার শ্যামলী ক্লাব মাঠে এই টুর্নামেন্ট শুরু হবে এবং চলবে মাসব্যাপী।
এলএ/এমএস