শিক্ষা ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অধ্যাপক পদে চাকরির আবেদন করেই নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান বলে পরিচয় দিচ্ছেন আকতারুজ্জামান নামের এক ব্যক্তি। বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় নিবন্ধ ছাপিয়ে ড. মো. আকতারুজ্জামান তার নামের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান (আইসিটি ও শিক্ষা বিভাগ) বলে পরিচয় দিচ্ছেন।
পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মাধ্যমে জানা গেছে, ড. মো. আকতারুজ্জামান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান বলে পরিচয় দিচ্ছেন। অথচ আকতারুজ্জামানের সঙ্গে সরকারি এ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিন কখনই এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কিংবা বিভাগীয় প্রধান পদে ছিলেন না। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যাপক পদে চাকরির আবেদন করেছিলেন মাত্র।
তিনি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও প্রতারণামূলক পদবি ব্যবহার করায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি মনে করে এখানে আকতারুজ্জামান সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। এসব অসত্য অপপ্রচার এবং প্রতারণা থেকে সংশ্লিষ্ট সবাই সজাগ থাকার অনুরোধ করা হচ্ছে।
বিপিইডু/ইএ