ডেস্ক রিপোর্ট :
তিন দিনের সফরে আজ সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়াও সাতক্ষীরা যাবেন তিনি।
ঢাকায় এসে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
কক্সবাজার থেকে ঢাকায় ফিরে তিনি সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণেও যাওয়ার কথা রয়েছে।
ঢাকা সফরকালে ডেনমার্কের রাজকুমারী সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৭ এপ্রিল তিনি ঢাকা ছাড়বেন। এর আগে ২০১৭ সালে ঢাকা সফরে এসেছিলেন ম্যারি।
কেএসআর/