ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ রেলওয়ের ফুলবাড়িয়া পুরাতন স্টেশনে ঈদ উপলক্ষে ২০১৯ সাল থেকে সিলেট রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবারও এখান থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পুরোনো এই স্টেশনটিতে টিকিট কাটায় তেমন ভিড় না থাকলেও স্টেশন খুঁজে পেতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (২৩ এপ্রিল) সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টারে মানুষের তেমন ভিড় নেই। টিকিটপ্রত্যাশীরা এখানে এসে স্বস্তিতেই টিকিট পাচ্ছেন। সিলেট-কিশোরগঞ্জ রুটের যাত্রীরা এখান থেকে টিকিট সংগ্রহ করছেন। তবে কাউন্টার থেকে টিকিট দিতে বেশি সময় নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
স্টেশনে যাত্রী কম থাকায় টিকিট পেতে দীর্ঘ লাইন ও ভোগান্তিতে পড়তে হয়নি। কিন্তু স্টেশনটি খুঁজে পেতেই বেশি ভোগান্তিতে পড়েছেন বলে জানান কাউন্টারে আসা মানুষজন।
ফার্মগেট থেকে আসা আব্দুর রহিম বেঙ্গল প্রেস’কেকে বলেন, অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছি। বহুবার চেষ্টা করেও পারিনি। তাই এখানে চলে আসলাম টিকিট কাটতে। সহজেই টিকিট কাটতে পেরেছি। কিন্তু টিকিট দিতে কাউন্টারে বেশি সময় নিচ্ছে।
শিক্ষার্থী মোহাম্মদ রুমান বলেন, কমলাপুরে গিয়েছিলাম সকাল ৭টায়। সেখানে টিকিট পায়নি। পরে শুনলাম কিশোরগঞ্জের টিকিট ফুলবাড়িয়া স্টেশনে দেওয়া হচ্ছে। জায়গাটা চিনে আসতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। তবে ভিড় না থাকায় কাউন্টারে এসে সহজেই টিকিট নিতে পেরেছি।
ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী স্বস্তি রঞ্জন দাস বেঙ্গল প্রেস’কেকে বলেন, আজ (শনিবার) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে তেমন চাপ নেই। আগামীকাল (রোববার) চাপ বাড়তে পারে। সহজেই টিকিট দিতে পারছি। মাঝে মাঝে টিকিট প্রিন্ট হতে একটু সময় লাগছে।
জানা গেছে, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে নিয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার। সে হিসেবে এ দিন দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট। এছাড়া ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল পাওয়া যাবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল কাটা যাবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল বিক্রি করা হবে ১ মের টিকিট। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।
এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে থেকে। আর ৫ মের টিকিট বিক্রি শুরু হবে ১ মে।
আরএসএম/এমপি/এমএস