ডেস্ক রিপোর্ট :
রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। ট্রাফিক সিগন্যালে নেই দায়িত্বরত ট্রাফিকও। দু’একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। রাস্তা ফাঁকা পেয়ে কম যান না রিকশাচালকও। রীতিমতো গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। দু’চারজন মুসল্লিকে মসজিদ থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
রাজধানীর রাজপথ সম্পূর্ণ যানজটমুক্ত। যে কোনো এলাকা থেকে দ্রুততম সময়ে আপনি গন্তব্যে ছুটে যেতে পারবেন। কোথাও আপনাকে মিনিটখানেকের জন্যও অপেক্ষা করতে হবে না’- এ তিনটি বাক্য পড়া শেষ হতে না হতেই যে কারো মুখ ফসকে গালমন্দ বেরিয়ে আসতে পারে কিংবা খেদোক্তি প্রকাশ করতেই পারেন। কিন্তু এ একদম খাঁটি সত্যি, একটুকুও মিথ্যা নয়। বিশ্বাস না হলে মাগরিবের আজান অর্থাৎ এ রমজান মাসে ইফতারের পর আধাঘণ্টা আপনি শহরের রাস্তায় ঘুরে দেখতে পারেন।
রমজানের প্রথমদিন থেকে তীব্র যানজটে রাজধানীর জনজীবনে দেখা দিয়েছে নাভিশ্বাস। করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকার তাগিদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি বিভিন্ন এলাকায় ছুটে চলছেন। শহরের আয়তনের তুলনায় জনসংখ্যা তো বেশি, তদুপরি দিনকে দিন রাস্তার আয়তন ছোট হয়ে আসায় যানজট লেগেই থাকে। তাই করোনাকালীন সময়ের মতো এখন যানজটমুক্ত ঢাকা শহর চিন্তাও করা যায় না।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন, রমজান মাসে ইফতারের জন্য ধর্মপ্রাণ মুসল্লিসহ অধিকাংশ মানুষ বাসায় অবস্থান করায় পরবর্তী আধাঘণ্টা ব্যস্ততম এ শহর অচেনা এক ঢাকায় পরিণত হয়। এ সময় রাস্তাঘাটে লোকজনের চলাচল একেবারেই কম থাকে। রাস্তাঘাটে যানবাহনও খুবই সীমিত সংখ্যায় চলাচল করে। ফলে রাস্তাঘাটে খুবই স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায়।
বুধবার (৬ এপ্রিল) ইফতার পরবর্তী সময়ে সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শেষ বিকেলে যেখানে প্রচণ্ড যানজটে যানবাহন পিঁপড়ার গতিতে এগোচ্ছিল, সেখানে এ সময় ফাঁকা রাস্তায় উল্কার গতিতে ছুটে চলছে। যানবাহন কম থাকায় বিভিন্ন সিগন্যালে ট্রাফিক পুলিশকে বিশ্রাম নিতে দেখা যায়।
রাজধানীর আজিমপুরের বাসিন্দা ফরিদ হোসেন বেঙ্গল প্রেস’কেকে জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে মাত্র আধাঘণ্টায় আজিমপুর বাসস্ট্যান্ডে পৌঁছেছেন। অন্য সময় যেখানে দেড় থেকে দুই ঘণ্টা, আবার কখনো কখনো এর চেয়েও বেশি সময় লাগে।
মধ্যবাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী হালিম মিয়া জানান, মধ্যবাড্ডা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে তিনি মাত্র ২০মিনিটে লালবাগে পৌঁছেছেন। ফাঁকা রাস্তা পেয়ে চালক দ্রুত চালাচ্ছিলেন, এতে তিনি ভয় পেয়ে যান। অন্য সময় এত অল্প সময়ে পৌঁছানোর কথা কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এমইউ/এমএএইচ/এএসএম