ডেস্ক রিপোর্ট :
ঢাকার পাঁচটি স্টেশন থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ফলে অন্যান্য বছরের তুলনায় কমলাপুর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের চাপ কমেছে। স্বস্তিতে টিকিট কাটতে পারছেন যাত্রীরা।
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। সকালে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়। এসব গন্তব্যের টিকিট কাটতে সকাল থেকেই স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে দুপুর সাড়ে ১২টার সময় ৯০ শতাংশ টিকিট বিক্রি শেষ হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনের মোট টিকিটের ৫০ শতাংশ কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আগামী ২৭ এপ্রিলের টিকিট আজ শনিবার বিক্রি করা হচ্ছে। সকালে অনলাইনে সার্ভারে কিছু সমস্যা থাকলেও কাউন্টারে শৃঙ্খলার সঙ্গে টিকিট বিক্রি চলছে।
শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, তেজগাঁও রেল স্টেশনে টিকিটপ্রত্যাশীদের তেমন ভির নেই। পুরুষদের দুটি লাইনে ৮-১০ জন করে দাঁড়িয়ে রয়েছেন। ভোটার আইডি কার্ড ও নির্দিষ্ট ভাড়া দিয়ে টিকিট কিনছেন। নারীদের লাইনে মাত্র দুজনকে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে খুশি যাত্রীরা।
তিস্তা এক্সপ্রেসে ঢাকা-দেওয়ানগঞ্জ ট্রেনের টিকিট পেয়ে খুশি যাত্রী পারভেজ। তিনি বলেন, ঈদে টিকিট পাওয়া যাবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম। কাউন্টারে গিয়ে ২০ মিনিট দাঁড়িয়ে থেকেই টিকিট পেয়েছি। পরিবারের চার সদস্যদের জন্য চারটি টিকিট নিয়েছি।
তেজগাঁও স্টেশনের ম্যানেজার মাজহারুল ইসলাম বেঙ্গল প্রেস’কেকে বলেন, সকালে টিকিটের চাপ থাকলেও দুপুর হতে চাপ অনেকটাই কমেছে। আগামী ২৫ এপ্রিল এ স্টেশন থেকে দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি উপলক্ষে গত ১৩ এপ্রিল রেল ভবনে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
ওইদিন মন্ত্রী জানিয়েছিলেন, ভোগান্তি কমাতে এবার রাজধানীর পাঁচটি স্টেশনে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। এছাড়া স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। শুধুমাত্র স্টেশনের কাউন্টার হতে বিক্রি করা হবে।
এমএমএ/এএএইচ/এএসএম