বিনোদন ডেস্ক :
চলচ্চিত্রের অনেক তারকা মারা গেছেন মার্চ মাসে। তাদের মধ্যে আছেন অভিনেত্রী রোজি আফসারী, নায়িকা দিতি, মিজু আহমেদ, সুজা খন্দকারসহ অনেকেই।
তাদের স্মরণে আজ ২৭ মার্চ শিল্পী সমিতিতে মিলাদ মাহফিলেফ আয়োজন করা হয়েছে।
এই মিলাদে অংশ নেন সমিতির শতাধিক শিল্পীরা।
আজ বাদ আসর এফডিসির মসজিদের ইমাম এই মিলাদ পড়ান।
সর্বশেষ মার্চ মাসে মারা যাওয়াদের তালিকায় যোগ হয়েছে আজিজুর রহমানের নাম। এই কিংবদন্তি পরিচালক গেল ১৫ মার্চ কানাডার একটি হাসপাতালে মারা গেছেন।
এলএ/জিকেএস