বিনোদন ডেস্ক :
মাটিয়া, মালদহ, রায়গঞ্জ, হাঁসখালি, বোলপুর- পশ্চিমবঙ্গ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। আর তা নিয়ে ফুঁসছে গোটা বাংলা। বিক্ষোভ, প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। ভিড়েছেন অনেক তারকারাও।
তবে এই পরিস্থিতিতেই ধর্ষণের প্রতিবাদীদের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করলেন প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত কবীর সুমন। ধর্ষণ নিয়ে আন্দোলনে সরব থাকাদের ‘নপুংসক’ বলেও কটাক্ষ করলেন তিনি।
যেখানে অন্যায়, সেখানেই কবীর সুমনের প্রতিবাদ, এমন দৃশ্যে অভ্যস্তরা তাই একটু অবাক হয়ে গেছেন। ধর্ষণের প্রতিবাদ তো করছেনই না উল্টো যারা প্রতিবাদ করছে তাদের নপুংসক বলে কটাক্ষ করলেন। এমনকি ধর্ষণের প্রতিবাদবাদকারীদের চাড্ডি ও মাকু বলেও ভর্ৎসনা করলেন কবীর।
প্রতিবাদীদের ক্লোন বলেও কটাক্ষ করতে ছাড়লেন না কবীর সুমন। যে কবীর সুমন কামদুনি কাণ্ড নিয়ে পথে নেমেছিলেন ধর্ষণকাণ্ডে তার এহেন মন্তব্য শুনে হতবাক সকলেই।
ইতিমধ্যে তাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিবাদী পোষ্ট করতে দেখা গেছে অনেককে। অভিনেতা রুদ্রনীল ঘোষ লিখেছেন, ‘বুদ্ধিজীবাণু!!!! হ্যাঁ, বাংলায় বুদ্ধিজীবী শব্দটা কোমাচ্ছন্ন’।
সামিরান পাল নামক একজন লিখেছেন, ‘কবীর সুমনের শিরদাঁড়াটা খুঁজে পেলে, ওঁকে ফেরত দেওয়া হোক।’
প্রোগ্রেসিফ ইন্ডিয়ান আইডি থেকে লেখা হয়েছে, ‘ধর্ষণকাণ্ডে প্রতিবাদীরা নপুংসক, ‘চাড্ডি+মাকু’! মন্তব্য কবীর সুমনের!’
তবে এসব সমালোচনা নিয়ে মুখ খুলছেন না কবরী সুমন।
এলএ/এএসএম