ডেস্ক রিপোর্ট :
ধামরাইয়ে মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (০৩ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম সিয়াম (১৭)। সে আশুলিয়া আউকপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে। তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরেক আরোহী আহতের নাম কামরুল। সে একই এলাকার ইউসুফ হোসেনের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াশিম বিশ্বাস বলেন, মানিকগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের বাসের সঙ্গে মানিকগঞ্জগামী মোটরসাইকেলরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলের চালক সিয়াম। খরব পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, সড়ক ঘটনায় দুইজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহফুজুর রহমান নিপু/এসএইচএস/জেআইএম