আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার মধ্য রাত ২ টার দিকে পৌর এলাকার চকরামচন্দ্র গ্রামে এই ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন জানান, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।