ডেস্ক রিপোর্ট :
সরকারি রেজিস্ট্রি কার্যালয়ে অস্থায়ীভাবে কর্মরত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ দেশের সব নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
এতে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ১৯৭৩ সালে দেশের ৬১টি জেলার ১৬ হাজার ২৪৫ জন এক্সট্রা-মোহরার নকলনবিশের চাকরি স্থায়ী (স্কেলভুক্ত) করার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই ঘোষণা সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আজও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, প্রায় এক হাজার মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ মোট ১৬ হাজার নকলনবিশের পরিবার অতিকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। তাদের চাকরি জাতীয়করণ করা রাষ্ট্রের মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মনে করি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর সব উদ্যোগ ও ঘোষণা বাস্তবায়ন করা। কিন্তু সেটা না করে বছরের পর বছর নকলনবিশদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যা কখনোই মানবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আমাদের বিশ্বাস, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করলে অবশ্যই তিনি দীর্ঘদিনের দাবি পূরণ করবেন।
প্রতিবাদ সমাবেশ শেষে আইন মন্ত্রণালয় ঘেরাও ও মুক্তিযুদ্ধ মঞ্চের দুই সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহ-সভাপতি রোমান হোসাইন ও বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম।
আরএসএম/এমকেআর/জিকেএস