বিনোদন ডেস্ক :
তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সানিয়া সাবরিনা। ‘রঙিলা’ও ‘দুনিয়াতে পাইবারে ফল বন্ধু তোমার দোষে’ শিরোনামের গান দিয়ে বিরতির ইতি টানতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই মিউজিক ভিডিও নির্মিত হবে বলে জানান গায়িকা।
ফেরা প্রসঙ্গে সাবরিন বলেন, ব্যক্তিগত কারণে মাঝে কাজ থেকে একটু দূরে থাকতে হয়েছিলাম। গানে অনিয়মিত থাকলেও নিজের মধ্যে খুব যন্ত্রনা হতো আবার কবে কাজে ফিরবো। অবশেষে নতুন কাজ শুরু করেছি। অনেক দিন পর বেশ কিছু নতুন কাজ পেতে যাচ্ছেন শ্রোতারা। দুটি ভিন্ন ধাচের গান নিয়ে এই দুটি গান সাাজনো হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে। এখন থেকে ধারাবাহিকভাবে নিয়মিত গান আসবে।
উল্লেখ্য, ছোট বেলা থেকেই গানের হাতেখড়ি সাবরিনের। তার প্রথম একক গানের অ্যালবাম ‘সুখের নূপুর’। দ্বিতীয় একক অ্যালবাম ‘সত্যি করে’ বাজারে আসে ২০১৫ সালে। পরের বছর বেলাল খানের সুরে ও এ মিজানের লেখা ‘পাতার বাঁশি’ গানটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন সাবরিন। এরপর ‘জোড়া চোখ’, ‘বন্ধু প্রেম শিখাইয়া’, ‘তুমি একটা ব্যাপার’সহ বেশকিছু গান শ্রোতাপ্রিয় পায়।
এমআই/এমএস