ডেস্ক রিপোর্ট :
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ মে) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বেঙ্গল প্রেস’কেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি ঢাকা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজন ও সংঘর্ষের সূত্রপাতকারী দু’জনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে শরীয়তপুর ও কক্সবাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আজ র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
টিটি/এমআরএম/জেআইএম