ডেস্ক রিপোর্ট :
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখনো বাকি বেশ কিছুদিন। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। রাজধানীতের ফুটপাতের ব্যবসায়ীরা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। ঈদ যতোই এগিয়ে আসছে, বিক্রি বাড়ছে তাদের। সে তুলনায় এখনো ততোটা জমজমাট নয় রাজধানীর বড় বড় শপিংমলগুলো। ঈদকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ফুটপাতের বাজার এখন সরগরম।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, হাঁক দিয়ে পণ্যের দাম বলছেন বিক্রেতারা। আর ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য কিনছেন। ফুটপাতে হাঁটার মতো অবস্থা নেই। ধাক্কাধাক্কি করে পণ্য কেনা। তীব্র গরমকে উপেক্ষা করে ক্রেতা বিক্রেতায় ফুটপাত বাজার এখন সরব।
ক্রেতারা বলছেন, বড় মার্কেটের তুলনায় অনেক কম দামে ফুটপাত থেকে পণ্য কেনা যায় তাই তারা এখানে এসেছি। আর বিক্রেতারা বলছেন দোকান ভাড়া না থাকায় ঈদকে কেন্দ্র করে সাময়িক এই বাজারে তারা অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি করতে পারছেন। জিনিসপত্রের দাম হাতের নাগালের মধ্যে থাকায় অনেকের পছন্দ ফুটপাত মার্কেট।
সাভার থেকে তিন কন্যাকে নিয়ে ঈদের শপিং করতে এসেছেন সোনালী বেগম। ফুটপাত থেকে কাপড় কিনে তিনি বলেন, মার্কেটে যেই কাপড়ের দাম এক হাজার টাকার কমে দেবে না সেই মানের কাপড় ফুটপাত থেকে ছয়শ টাকায় কিনলাম। বাজেট কম থাকায় এখানে এসেছি। কাপড় কিনে মেয়েরাও খুশি।
সরেজমিনে দেখা গেছে, সাইন্সল্যাব মোড়ের ওভারব্রিজের নিচ থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত ফুটপাতে দোকান বসেছে। এসব দোকানে, পাঞ্জাবি, শাড়ি, শার্ট, টি-শার্ট, থ্রিপিচ, কামিজ, ফতুয়া, ব্যাগ, জুতা, টুপি, কসমেটিক সামগ্রী, জুয়েলারি সামগ্রীসহ নানান সব পণ্যের পসরা সাঁজিয়ে বসেছে দোকানিরা।
কোনোটিতে একদরে আবার কোথাও দরদাম করে পণ্য বিক্রি করা হচ্ছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব দোকানে বেচাকেনা চলে। ফুটপাতের এসব দোকানসহ মার্কেটের ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানীজুড়ে প্রায় অর্ধশত রাস্তার ফুটপাতে চলছে ঈদের কেনাবেচা। এর মধ্যে মধ্যে জমে উঠেছে দৈনিক বাংলা মোড়, মতিঝিল জনতা ব্যাংকের সামনে, মতিঝিল শাপলা চত্বরের চারদিকের ফুটপাত, বায়তুল মোকাররম মসজিদের উত্তর-পশ্চিম গেটের সামনে, ফকিরাপুল এলাকা, বঙ্গবন্ধু এভিনিউ হকার্স সমিতি মার্কেট, গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাত, নয়াপল্টনের ভিআইপি সড়কের ফুটপাত, গোলাপ শাহ মাজার সংলগ্ন ফুটপাত, বঙ্গবাজার, নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনিচকের ফুটপাতেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।
ফুটপাতে কাপড় বিক্রেতা জসিম বলেন, গত কয়েকদিন ধরে বেশ ভালো বিক্রি হচ্ছে। সামনে আরও বাড়বো। কাস্টমারও দিনদিন বাড়তাছে। নিম্ন মধ্যবিত্তদের জন্য এক রকম আশীর্বাদ রাজধানীর ফুটপাতের বাজার। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা এ ফুটপাতের দোকানগুলো।
ফুটপাতের এসব দোকানে সকাল থেকে দুপুর ও ইফতারের পরে ক্রেতাদের ভিড় বেশি থাকে বলে জানান আরেক বিক্রেতা রফিক আলী। বলেন, সকাল বেলা যখন দোকান বসায় তহন ভিড় লাগে। রোজা রমজানে দুপুরের পর কাস্টমার কইমা যায়। ইফতার কইরা আবার কাস্টমার বেশি আহে ৷ তহন কথা কওনের টাইম পাই না।
এমআরএম/এএসএম