বিনোদন ডেস্ক :
প্রবীর সরদার। নামেই যাকে সবাই চেনেন। উদীচীর প্রবীর সরদার, গীতি কবি প্রবীর সরদার। গীতি কবি হিসেবে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে একটু বেশিই চেনে তাকে। কারণ, এরই মধ্যে পশ্চিমবঙ্গের অনেক শিল্পী তার গান সুর করেছেন এবং গেয়েছেন।
ভারতের রাজ্যটিতে কীভাবে গানে যাত্রা শুরু হলো এ বিষয়ে প্রবীর বলেন, আমার অভিভাবক তুল্য মানুষ, অভিভাবকও বটে কল্যাণ সেন বরাট। সবাই জানেন তিনি পশ্চিমবঙ্গের মানুষ। তার সঙ্গে গান নিয়ে প্রথমে আলাপ করি। পরামর্শ করি। আমার গান দেখাই। পরে তিনি আমার গান সুর করেন এবং ভালো ভালো শিল্পীদের দিয়ে গান গাওয়ান।
তিনি আরও বলেন, মেঘ বলে ওখানকার আমার এক ছোটো ভাই আছে। সে অনবদ্য সুর করে। তার গান নিশ্চয়ই আপনার শুনেছেন। সেও আমার গান সুর করেছে। শিল্পী শুভেন্দু মাইতি তিনিও সুর করেছেন। তুহিন দত্ত তিনি একজন সঙ্গীতের ছাত্র। তিনিও আমার গান সুর করেছেন এবং ভালো ভালো শিল্পীদের দিয়ে গাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিনিয়ত আমিই তাদের কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি এখান থেকে যতটুকু পারি সহযোগী করার করেছি।
কথা প্রসঙ্গে প্রবীর সরদার বলেন, আমি কখনো ভাবিনি আমার গান শ্রীয়াদা বন্দ্যোপাধ্যায় গাইবেন, শ্রীকান্ত আচার্য গাইবেন, জয়তী চক্রবর্তী গাইবেন, কল্যাণ সেন বরাট সুর করবেন, শুভ প্রসাদ নন্দী মজুমদার গাইবেন, পিউ মূখার্জী, কঙ্কন ভট্টাচার্য গাইবেন, বিমল দে, সুরভী মূখার্জীর মতো শিল্পীরা গাইবেন। আরও অনেকে গেয়েছেন যাদের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি জানান, বাংলাদেশে তিমির নন্দী দুটি গান গেয়েছেন। এছাড়া, তার প্রিয় সংগঠন উদীচীর বন্ধুরা যেমন দিদারুল আলম, অনুপম রায়, অবিনাশ বাউল, আনান বাউল, পূর্ণ চণ্ড মণ্ডল এরা গেয়েছেন। এছাড়া বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের মধ্যে মমতাজ বেগম, আলম আরা মিনু, ফকির শাহাবুদ্দিন, এস আই টুটুল এদের সঙ্গে আলাপ হচ্ছে আশা করি এরাও গাইবেন।
প্রবীর সরদার বলেন, গান দিয়ে বেশি পরিচিত এবং খ্যাতি লাভ করলেও সাংস্কৃতিক আন্দোলনই মূল জায়গা। শেকড়ের কথা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অন্ধকার ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে যাওয়াই মূল লক্ষ্য। এক্ষেত্রে গানও এই সংস্কৃতির লড়াইয়ের বাইরে নয়।
তার গান নিয়ে পশ্চিমবঙ্গের অনেক শিল্পীরা মূল্যায়ন করেছেন। এরমধ্যে রূপঙ্কর বাগচী বলেন, আমি যে গাইনটি গাইলাম ‘কান্নার ঝর্নায় নিঃশেষ হয় না তো জল/ যেখানে হৃদয় থাকে ভিজে গেছে সে অঞ্চল’ এই গানটিতে এক অদ্ভুত নস্টালজিয়া রয়েছে। গানটি যখন শুনবেন, দেখবেন তখন এক অদ্ভুত ভালো লাগা তৈরি হবে। আমার মনে পড়ে আমি যখন গান-বাজনা শুরু করেছিলাম তখন যেসব গান শুনতাম এবং গাইতাম সে গানের ফ্লেভার এই গানটির মধ্যে বিদ্যমান। যেটা খুবই প্রয়োজনীয় বলে আমার কাছে মনে হয়।
এসইউজে/জেডএইচ/জিকেএস