ডেস্ক রিপোর্ট :
বৈশাখ শেষ না হতেই জ্যৈষ্ঠের রূপে সেজেছে প্রকৃতি। ফলের রাজা আম, জাতীয় ফল কাঁঠাল ও লিচুর গন্ধে মৌ মৌ করছে চারদিক। এরই মধ্যে কখনো বৃষ্টি আবার কখনো দেখা দেয় উত্তপ্ত গরম।
বৈশাখের বিদায় বেলায় প্রকৃতিতে চলছে মেঘ বৃষ্টির লুকোচুরি। মুহূর্তে আকাশ ঢেকে আসছে কালো মেঘে। থেমে থেমে চলছে মেঘের প্রচণ্ড গর্জন ও বিদ্যুৎ চমকানি। কখনো কখনো বইছে প্রচণ্ড ঝড়ো হাওয়া। সঙ্গে আকাশ ঢেলে দিচ্ছে এক পশলা বৃষ্টির পানি। আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খেলা।
গত কয়েকদিনের বৃষ্টিতে পানি জমেছে রাজধানীর রায়ের বাজার পূর্ব মুহাম্মদ বাড়ের একটি পুকুরে। পুকুরের পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। জলকেলি খেলতে পুকুরে নেমে পড়ে তারা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পুকুরের পানিতে সাঁতার কাটছে, লাফিয়ে ছুটছে দুরন্ত শিশু-কিশোরের দল। তারা কখনো একা আবার দুজন তিনজন মিলে দৌড়ে ঝাঁপিয়ে পড়ছে পানিতে। শিশুদের এমন দুরন্তপনা দেখে নিজের শৈশবের স্মৃতি ফিরে যাচ্ছেন বড়রা। রাজধানীর বুকে এমন দৃশ্য হরহামেশা দেখা যায় না।
কিশোর তারেক, কামরুল, সুজন ফিরোজ খাইরুল, তমাল, হিমেল, শাকিল জানায়, চারপাশে খেলার জায়গা নেই। বসতবাড়ির দখলে চলে গেছে পুরো জায়গা। তবে খেলা ছাড়া তাদের ভালো লাগে না। তাই বৃষ্টি হলেই আমরা পানিতে ঝাঁপিয়ে পড়ি।
এফএইচ/আরএডি/এএসএম