ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরা পূর্ব থানার ধর্ষণ মামলার আসামি সোহাগকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ এপ্রিল) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৩ মার্চ ভিকটিম শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী উত্তরা পূর্ব থানার দেওয়ানবাড়ী এলাকায় মক্তবে পড়তে যান। ওই সময় রেলগেট এলাকায় ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনার পরদিন তার বাবার উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সায়দাবাদ এলাকা থেকে ধর্ষক সোহাগকে গ্রেফতার করা হয়।
টিটি/আরএডি/এএসএম