ডেস্ক রিপোর্ট :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফুটপাত থেকে এক ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। ওইখানেই থাকতেন এবং ঘুমাতেন তিনি। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যাবে বলেও মনে করেন পুলিশের এ কর্মকর্তা।
কাজী আল আমিন/কেএসআর/জিকেএস