ডেস্ক রিপোর্ট :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
শনিবার (১৪ মে) বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ‘মুজিব পাঠাগারের’ ফলক উন্মোচন করেন তারা।
পরে মোনাজাতে অংশ নেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ট্রাস্টের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসইউজে/এমএএইচ/জেআইএম