ডেস্ক রিপোর্ট :
রাজধানীর মিরপুরে টানা ৯ ঘণ্টা সড়ক অবরোধের পর বিজিএমইএ’র প্রতিনিধি দলের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। মঙ্গলবার (২৫ এপ্রিল) বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের প্রতিশ্রুতিতে এ আন্দোলন স্থগিত করেছেন তারা। এতে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘোষণা দেন পোশাকশ্রমিকরা।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইদ্রিস মিয়া জানান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিশ্রুতিতে আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। ইফতারের আগে সড়ক ছেড়ে শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) দুপুরের মধ্যে আমাদের সব শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা না হলে আবারও রাজপথ অবরোধ করবো।
এর আগে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মিরপুরে সড়ক অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকরা। এতে করে এর আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। পরে বিকেলে বিজিএমইএ’র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা মঙ্গলবার (২৫ এপ্রিল) বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
এমএইচএম/আরএডি/এএসএম