ডেস্ক রিপোর্ট :
সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল নাগাদ বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে আরও ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেওয়ায় প্রথম রমজান থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে এ সংকট কাটিয়ে ওঠতে শুরু করেছি।
বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে আরও ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।
সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছিল। ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গো বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।
এ সংকটকালীন ধৈর্য ধারণ করায় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পবিত্র রমজানের প্রথম দিন রোববার (৩ এপ্রিল) দুপুরের পর থেকে হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে হঠাৎ গ্যাস সরবরাহে চাপ কমে যায়।
পেট্রোবাংলা জানায়, বিবিয়ানার ছয়টি কূপ থেকে রোববার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এর কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।
সোমবার ও মঙ্গলবারও (৪ ও ৫ এপ্রিল) রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাতিরপুল, আরামবাগ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না বলে জানা গেছে।
আরএমএম/এমএএইচ/জেআইএম