ডেস্ক রিপোর্ট :
বাংলা একাডেমির প্রাঙ্গণে শুরু হওয়া বৈশাখী মেলায় তাঁতপণ্য ও জামদানি শাড়ি নজর কাড়ছে দর্শনার্থীদের। জামদানি শাড়ির বিভিন্ন পণ্য থাকায় প্রতিদিন মেলায় আসছে দর্শনার্থীরা। এতে বিক্রি কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত নয় বলে জানান দোকানদাররা। মেলার তৃতীয় দিন শনিবার (১৬ এপ্রিল) সরেজমিনে এসব চিত্র দেখা যায়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কুটিরশিল্প মেলা যৌথভাবে আয়োজন করেছে বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
মেলার আধুনিকা জামদানি উইভিং ফ্যাক্টরির মালিক বিধান জানান, জামদানি শাড়ির বিক্রি খুব ভালো হচ্ছে। কিন্তু সবসময় একরকম হচ্ছে না। একেক সময় একেক রকম বিক্রি হচ্ছে। এ শাড়িগুলো রূপগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে।
শাড়ির বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, এটি মূলত হাতে তৈরি করা হয়। এর যে ডিজাইন তা সম্পূর্ণ হাতে করা। কোনো প্রকার মেশিনের সাহায্য ছাড়াই। তাছাড়া এর সুতা অন্যান্য কাপড় থেকে অনেক ভালো। তাছাড়া এটি প্রাচীনকাল থেকে চলে আসা একটি ঐতিহ্যবাহী কাপড়। যা এখনো মানুষের মধ্যে জনপ্রিয়।
শাহনাজ স্টলের মালিক শাহানাজ বলেন, তাঁতের শাড়ির বেচাবিক্রি সেরকম হচ্ছে না। লোকজন সেভাবে আসছেন না। আগে মেলায় যেমন বিক্রি হতো এবার তেমন হচ্ছে না। তবে সন্ধ্যার পর একটু বেচাকেনা হয় সেটাও সন্তোষজনক নয়।
এএএম/একেআর/জেআইএম