ইবি প্রতিনিধি : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির দুই নেতাকে অবিলম্বে গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানানো হয়।
শুক্রবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কটূক্তির কারণে বিশ্ব মুসলমানদের কাছে ভারতকে ক্ষমা চেয়ে কটূক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে, মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং এধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য জাতিসংঘ ও ওআইসি’কে কার্যকারী পদক্ষেপ নিতে হবে।
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেসার উদ্দিন এবং ফলিত রসায়ন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের আহমেদ উল্লাহ সিদ্দিকী।
এসময় বক্তারা বলেন, মহানবীকে নিয়ে ওই দুই বিজেপি নেতা বিতর্কিত মন্তব্য করে সারা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানবের চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সা.) নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না। কটূক্তিকারী দুই নেতাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
এর আগে নামাজের পরপরই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটি কেন্দ্রীয় মসজিদের সামনে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দাল মহানবি হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করলে ফুসে ওঠে মুসলিম বিশ্ব। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে ভারতীয় পণ্য বর্জন করেছে।