ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার তৃতীয় দিনে মানিক নগর থেকে ফেনীগামী পরিবহনের কাউন্টারগুলোর উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে পরিবহন সংকটে বিপাকে পড়েছেন এ রুটের যাত্রীরা। বাসের টিকিট না পেয়ে অনেকেই রিকশা বা বিকল্প পরিবহনে যেতে হচ্ছে গন্তব্যে।
শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিনে মানিকনগর ও এর আশপাশের বাস কাউন্টারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। সেখানে স্টার লাইন ও ড্রিম লাইন পরিবহনের কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, অনেকে অগ্রিম টিকিট নিতে এসেছেন। তবে, ৩০ এপ্রিল ও ১ মের টিকিট বিক্রি হয়ে গেছে।
শনিবারের অগ্রিম টিকিট নিতে আসা সাইদ বেঙ্গল প্রেস’কেকে বলেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি শনিবারের টিকিটের জন্য। কাউন্টার থেকে জানানো হচ্ছে ওই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। রোববারের কিছু টিকিট পাওয়া যাচ্ছে।
মানিক নগরে স্টার লাইনের ব্যবস্থাপক নাসির বলেন, শুক্র ও শনিবারের টিকিট বিক্রি শেষ। তবে, আমাদের নির্ধারিত বাস ছাড়াও অতিরিক্ত ১৫ থেকে ২০টা বাস যাত্রীদের জন্য বরাদ্দ করি। আজও অতিরিক্ত ২০টা বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। শনিবারও অতিরিক্ত বাস দেওয়ার পরিকল্পনা আছে।
এএএম/এমএএইচ/এমএস