বিনোদন ডেস্ক :
চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার অকাল প্রয়াণ স্তব্ধ করে দিয়েছিল পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। আজ তার চলে যাওয়ার ১৪ বছর।
এদিন মান্নার সহকর্মী, ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন। তাকে শ্রদ্ধা জানাচ্ছেন নানা মাধ্যমে।
নায়ক মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করলেন এ সময়ের ব্যস্ত নায়ক নিরব। তিনি আজ ফেসবুকে লিখেছেন, ‘সালটা ২০০৮, ওয়ান্ডারল্যান্ডের গল্প এটি। মান্না ভাই আর নিপুণ সেখানে একটি ছবির শুটিং কছিলেন। আমি আর প্রভা সেখানে ম্যাগাজিন আনন্দ আলোর ফটোশুট করছিলাম। হঠাৎক্যামেরাম্যান এসে বললেন,মান্না ভাই আপনাকে ডাকছে। মান্না ভাই তখন তুমুল জনপ্রিয় নায়ক। আমি তখন টিভি মিডিয়াতে কাজ করছি। সেই আমাকেই ডাকছেন মান্না ভাই। বিষয়টি আমার দারুণ লাগলো।
নিজের কাজটা শেষ করে মান্না ভাইয়ের কাছে যাই। তিনি দেখা করার সঙ্গে সঙ্গে তার প্রথম কথা ছিলো নিরব তুমি সিনেমা করো না কেনো? আমি বললাম, ভাই করবো। তিনি বললেন, শুধু করবো করবো না বলে এখনই শুরু করে দাও।
মান্না ভাইয়ের সঙ্গেই ওইটাই আমার প্রথম এবং শেষ দেখা। এর ১৫-১৬দিন পরই অকাল বিদায় নেন তিনি।’
নিরব আরও লেখেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে সেদিন ১০ মিনিটের মতো আলাপে ফিল করেছিলাম সিনেমার জন্য কতটা অন্তপ্রাণ ছিলেন তিনি। কতটা মনেপ্রাণে চাইতেন সিনেমার উন্নয়ন। নতুনরা কাজে আসুক, সিনেমা ইন্ডাষ্ট্রি সমৃদ্ধ হোক কতটা চাইতেন তিনি। ফিল্ম ইন্ডাষ্ট্রি তার অকাল প্রয়াণে কতটা ক্ষতির মুখে পড়েছে তা ফিল্মের প্রতিটি মানুষই হয়তো অনুভব করে থাকেন।
আজ গণমানুষের এই নায়কের ১৪ তম মৃত্যুবার্ষিকী। দিনটিতে গভীরভাবে স্মরণ করছি তাকে। যেখানেই থাকুন ভালো থাকুন মান্না ভাই।’
এলএ/এএসএম