ডেস্ক রিপোর্ট :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গ্রুপে মেডিকেল, ডেন্টালসহ বিভিন্ন পাবলিক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত একটি চক্র। এ চক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতার ব্যক্তির নাম- শাহীন আলম (২৪)।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে বেঙ্গল প্রেস’কেকে এ তথ্য জানান সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইদ নাসিরুল্লাহ।
তিনি বলেন, অনলাইনে রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের একটি চক্রের সন্ধান পাওয়া যায়। যারা বিডিজব সার্কুলারসহ আরও কয়েকটি ফেক আইডিতে এসব পোস্ট করতো। অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের সাইবার ইন্টেলিজেন্স টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) অমিত কুমার দাশ ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করেন। এরপর যাত্রাবাড়ীর মাতুয়াইল শরীফ পাড়া এলাকা থেকে শাহীন আলম নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
রমনা মডেল থানায় মামলায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান সাইবার পুলিশের এই কর্মকর্তা।
টিটি/এমএইচআর/এএসএম